বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

‘কাঁচা বাদাম’ গান চুরির অভিযোগ নিয়ে থানায় ভাইরাল শিল্পী

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০০:৫৯, ৫ ডিসেম্বর ২০২১

Google News
‘কাঁচা বাদাম’ গান চুরির অভিযোগ নিয়ে থানায় ভাইরাল শিল্পী

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ‘কাঁচা বাদাম’ গানটি। ভারতের একজন বাদাম বিক্রেতার মুখে গাওয়া গান এখন বাংলাদেশেও সমান তালে জনপ্রিয়। এই গান দিয়েই পরিচিত হয়েছেন ভারতের বীরভূমের ভুবন বাদ্যকর।

এবার তার লেখা, সুর ও গাওয়া আলোচিত গানটির স্বত্ব ইউটিউবে অন্যদের নামে ‘সংরক্ষিত’ হওয়ায় থানায় অভিযোগ করেছেন এ শিল্পী।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (৩ ডিসেম্বর) বীরভূমের দুবরাজপুর থানায় গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন।

ভুবন বাদ্যকরের অভিযোগ, ইউটিউবে তার গানের স্বত্ব অন্যদের নামে ‘সংরক্ষিত’ দেখাচ্ছে। অথচ তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই ইউটিউবে।

নিজের নামে গানের স্বত্বের পাশাপাশি গান থেকে উপার্জিত প্রাপ্য অর্থ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এ শিল্পী।

ভুবন বলেন, ‘গানটি ভাইরাল হওয়ার পর প্রচুর মানুষ বাড়িতে ভিড় করছেন। সবাই আমার গান ভিডিও করতে চান। তারপর সেই গান নেট মাধ্যমে ছেড়ে অনেক টাকা আয়ও করছেন। অথচ আমার হাত খালি।’

এদিকে নিরাপত্তার জন্য থানায় যাওয়ার সময় মাথায় হেলমেট পরে বাড়ি থেকে বেরোন তিনি। যাতে কেউ চিনতে না পারেন।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের