‌গাজায় অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চলবে: ইয়াহিয়া সারি

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

‌গাজায় অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চলবে: ইয়াহিয়া সারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ৫ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:০৪, ৫ অক্টোবর ২০২৫

Google News
‌গাজায় অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চলবে: ইয়াহিয়া সারি

ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলে সফলভাবে হামলা চালানো হয়েছে এবং এতে লক্ষ লক্ষ ইহুদি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আল-মাসিরাহ প্রতিবেদনের বরাত দিয়ে মেহের নিউজ এ তথ্য জানিয়েছে। 

ইয়াহিয়া সারি বলেন, “আমরা ফিলিস্তিন ও গাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের (হামাস) সঙ্গে সমন্বয় চালিয়ে যাচ্ছি।” তিনি জোর দিয়ে বলেন, “গাজা উপত্যকার ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেন নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে থাকবে।”

রোববার সকালে আরব ও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার কারণে বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা শনাক্ত করেছে।

একই সময়, ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, যে ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের