সবচেয়ে ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ করল ভারত

সোমবার,

০৩ নভেম্বর ২০২৫,

১৮ কার্তিক ১৪৩২

সোমবার,

০৩ নভেম্বর ২০২৫,

১৮ কার্তিক ১৪৩২

Radio Today News

সবচেয়ে ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৩, ২ নভেম্বর ২০২৫

Google News
সবচেয়ে ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ করল ভারত

ভারত রবিবার দেশের নিজস্ব মহাকাশ কর্মসূচির সর্বশেষ পদক্ষেপ হিসেবে তার সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করেছে।

সিএমএস-০৩ স্যাটেলাইটটি দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশ রাজ্যের শ্রীহরিকোটা থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে উৎক্ষেপণ করা হয়।

২০৪০ সালের মধ্যে চাঁদে একজন ভারতীয় নভোচারীকে পাঠাতে চাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের মহাকাশ খাত আমাদের গর্বিত করে চলেছে!’

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বৃহস্পতিবার জানিয়েছে, প্রায় চার হাজার ৪১০ কিলোগ্রাম ওজনের এই স্যাটেলাইটটি দেশে উৎক্ষেপণ করা ‘সবচেয়ে ভারী যোগাযোগ স্যাটেলাইট’।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, এই স্যাটেলাইটটি ‘জাহাজ, বিমান ও সাবমেরিনের মধ্যে নিরাপদ যোগাযোগ লিংক’ স্থাপনে সহায়তা করবে।

সিএমএস-০৩ স্যাটেলাইটটি ৪৩.৫ মিটার উঁচু এলভিএম৩-এম৫ উৎক্ষেপণ যানের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়। এটি সেই রকেটের একটি উন্নত সংস্করণ, যা ২০২৩ সালের আগস্টে ভারতের মনুষ্যবিহীন চন্দ্রযানটিকে চাঁদে অবতরণ করিয়েছিল।

এর আগে কেবলমাত্র রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদের পৃষ্ঠে নিয়ন্ত্রিত অবতরণ অর্জন করেছিল।

ভারত গত এক দশকে তার মহাকাশ-যাত্রার উচ্চাকাঙ্ক্ষা প্রদর্শন করেছে এবং তার মহাকাশ কর্মসূচি আকার ও গতিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ভারতীয় বিমানবাহিনীর একজন পরীক্ষামূলক পাইলট শুভ্রাংশু শুক্লা এই বছর মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানো প্রথম ভারতীয় হয়েছিলেন, যা ভারতের ২০২৭ সালের জন্য পরিকল্পিত নিজস্ব মানববাহী অভিযানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের