ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পর্কে দেওয়া ‘অত্যন্ত উসকানিমূলক, ভিত্তিহীন ও দায়িত্বহীন’ মন্তব্যকে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও)। বিবৃতিতে এসব মন্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) জয়শঙ্কর মন্তব্য করেন, প্রতিবেশী দেশটির সাথে ভারতের মূল চ্যালেঞ্জগুলো সরাসরি পাকিস্তানের সামরিক স্থাপনা থেকে উদ্ভূত। জয়শঙ্করের এমন মন্তব্যের একদিন পর রোববার এফও-এর নিন্দা জানানো হল।
পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায়, এফও জোর দিয়ে বলেছে, পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং এর সশস্ত্র বাহিনীসহ এর সমস্ত প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তার একটি স্তম্ভ, যা দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় নিবেদিতপ্রাণ।
এফও-এর বিবৃতিতে গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংক্ষিপ্ত সংঘর্ষের কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, ‘এটি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের পাশাপাশি উপযুক্ত, কার্যকর কিন্তু দায়িত্বশীল পদ্ধতিতে যেকোনো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মাতৃভূমি এবং পাকিস্তানের জনগণকে রক্ষা করার দৃঢ় সংকল্পকে স্পষ্টভাবে প্রদর্শন করেছে।’
এতে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং তার নেতৃত্বকে বদনাম করার ভারতীয় নেতৃত্বের প্রচেষ্টাকে পরিকল্পিত প্রচারণার অংশ হিসেবে চিহ্নিত করা হয়।
বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়েছে যে পাকিস্তান সহাবস্থান, সংলাপ এবং কূটনীতিতে বিশ্বাস করে। তবে, তারা তার স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে ঐক্যবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ।
রেডিওটুডে নিউজ/আনাম

