শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ২২ জানুয়ারি ২০২২

Google News
মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৭

মুম্বাইয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। অগ্নিদগ্ধদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। শনিবার সকালের টারদেও এলাকার গোয়ালিয়া ট্যাঙ্কের গাঁধী হাসপাতালের বিপরীতে বহুতল ভবনটিতে লাগা আগুনে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। 

গণমাধ্যমটি জানায়, কমলা বিল্ডিং নামে ২০ তলা ভবনটির ১৮ তলায় সকাল ৭টার দিকে প্রথম আগুন নজরে আসে। মুম্বাইয়ের মেয়র কিশোরী পেড়নেকর বলেছেন, ‘‘ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনও পুরো এলাকা ধোঁয়ায় ঢাকা রয়েছে।’’ 

কী কারণে আগুনের সূত্রপাত ঘটল- এখনও জানায় যায়নি। আগুন লাগার অল্প কিছুক্ষণের মধ্যেই মুম্বাই ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের নিকটবর্তী নায়ার, কস্তুর্বা ও ভাটিয়া- এই ৩ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত অক্টোবরে দক্ষিণ মুম্বাইয়ের পারেলের লালবাগ এলাকায় একটি নির্মাণাধীন বহুতলে দুপুরে আগুন লেগে কয়েক জনের মৃত্যু হয়েছিল।

রেডিওটুডে নিউজ/এসজেএন

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের