বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

দায়িত্ব বুঝে দিয়ে আফগানিস্তান ছাড়লেন মার্কিন জেনারেল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২০, ১৩ জুলাই ২০২১

Google News
দায়িত্ব বুঝে দিয়ে আফগানিস্তান ছাড়লেন মার্কিন জেনারেল

দায়িত্ব বুঝে দিয়ে আফগানিস্তান ছাড়লেন মার্কিন জেনারেল

আফগানিস্তানে মার্কিন যুদ্ধকৌশল পরিচালনার দায়িত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জেনারেল অস্টিন স্কট মিলার। সোমবার (১২ জুলাই) কাবুলের ন্যাটো দফতরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করলেন তিনি। এরপর সোমবার বিকেলেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে চড়েন ২০১৮ সাল থেকে দায়িত্বপালন করা মার্কিন জেনারেল।

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়া হবে ইতমধ্যে সেই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল সোমবার জেনারেল অস্টিন স্কট মিলার দায়িত্ব ছেড়ে যাওয়ায় ৩১ আগস্ট পর্যন্ত আফগানিস্তানের দায়িত্ব সামলাবেন মেরিন জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেনজি। তবে তিনি আফগানিস্তানে যাবেন না। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সদর দফতর থেকেই কাজ চালাবেন তিনি।

যুক্তরাষ্ট্র ২০০১ সালে আফগানিস্তানে যুদ্ধ শুরুর পর এই প্রথম দেশটিতে মার্কিন সেনাকে কম্যান্ড দেওয়ার জন্য কোনো জেনারেল থাকছেন না। চার তারকা পদমর্যাদার অস্টিন দায়িত্ব তুলে দিয়েছেন চার তারকা পদমর্যাদার জেনারেল ফ্র্যাঙ্কের হাতে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত মার্কিন সেনা যাতে সুষ্ঠুভাবে আফগানিস্তান থেকে দেশের বিমান ধরতে পারেন, তা দেখাই ফ্র্যাঙ্কের প্রধান দায়িত্ব।

তবে মার্কিন সেনাঘাঁটি রক্ষা করা, তালেবানের বিরুদ্ধে এয়ারস্ট্রাইক চালানো এবং কাবুল বিমানবন্দর রক্ষার দায়িত্ব পালন করতে হবে নতুন জেনারেলকে। আফগানিস্তানে অবস্থানরত সকল মার্কিন কূটনীতিকদেরও নিরাপত্তা দিতে হবে তাকে। ৩১ আগস্টের মধ্যে সকলেই দেশে ফিরে যাবেন। তারপর আর আফগানিস্তান নিয়ে ফ্র্যাঙ্কের কোনো দায়িত্ব থাকবে না।

অবশ্য দায়িত্ব হস্তান্তর করে জেনারেল অস্টিন মিলার চলে যাওয়া স্বাভাবিকভাবেই তালেবানদের জন্য ভালো খবর। গত কয়েকমাস ধরে আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল দখল করেছে তালেবান। প্রকৃতপক্ষে মার্কিন হিসাব অনুযায়ী, দেশের এক-তৃতীয়াংশ এখন তালেবানদের দখলে। শুধু তাই নয়, প্রায় প্রতিটি আঞ্চলিক রাজধানী ঘিরে ফেলেছে তারা। দখল করা কেবল সময়ের অপেক্ষা। কান্দাহারেও প্রায় ঢুকে পড়েছে তালেবান যোদ্ধারা।

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের