বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

অবশেষে এলো অস্ট্রেলিয়ার দিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৪, ৮ আগস্ট ২০২১

আপডেট: ১৫:১৯, ৮ আগস্ট ২০২১

Google News
অবশেষে এলো অস্ট্রেলিয়ার দিন

পাঁচ-ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে এসে অবশেষে টাইগারদের বিপক্ষে জয়ের দেখা মিলল অজিদের। আজ বাংলাদেশকে ৩ উইকেট ব্যবধানে হারালো স্বাগতিক অস্ট্রিলিয়া। তবু সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে মাহমুদুল্লাহর দল।  

শনিবার হোম অফ ক্রিকেটে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। সংক্ষিপ্ত ভার্সনে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশ দলের সর্বনিম্ন রানের রেকর্ড। জবাবে জয় পেতে ঘাম ঝড়াতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ১৯তম ওভারে স্বস্তির জয় পায় অজিরা।  

স্কোর কার্ড : 
বাংলাদেশ ইনিংস :
মোহাম্মদ নাইম ক ওয়েড ব সুইপসন ২৮, সৌম্য সরকার ক ক্যারি ব হ্যাজেলউড ৮, সাকিব আল হাসান ক ওয়েড ব হ্যাজেলউড ১৫,
মাহমুদুল্লাহ রিয়াদ এলবিডব্লু ব সুইপসন ০, নুরুল হাসান এলবিডব্লু ব সুইপসন ০, আফিফ হোসেন ক হেনরিক্স ব আগার ২০, শামিম হোসেন ক ক্যারি টাই ৩, মাহেদি হাসান ক ক্যারি টাই ২৩, নাসুম আহমেদ অপরাজিত ২, শরিফুল ইসলাম ক ম্যাকডারমট ব টাই ০,
অতিরিক্ত (লে বা-১, নো-১, ও-৩) ৫

মোট (২০ ওভার, ৯ উইকেট) ১০৪

উইকেট পতন : ১/২৪ (সৌম্য), ২/৪৮ (সাকিব), ৩/৫১ (মাহমুদুল্লাহ), ৪/৫১ (নুরুল), ৫/৬৮ (নাইম), ৬/৭৮ (আফিফ), ৭/৮৩ (শামিম), ৮/১০৪ (মাহেদি), ৯/১০৪ (শরিফুল)।

অস্ট্রেলিয়া বোলিং :
অ্যাস্টন টার্নার : ৪-০-২২-০ (ও-১), জশ হ্যাজেলউড : ৪-০-২৪-২ (নো-১), অ্যাস্টন আগার : ৪-০-২২-১ (ও-১),  এন্ড্র টাই : ৩-০-১৮-৩ (ও-১), মিচেল সুইপসন : ৪-০-১২-৩,  মইসেস হেনরিক্স : ১-০-৫-০।

অস্ট্রেলিয়া ইনিংস :

বেন ম্যাকডারমট এলবিডব্লু ব নাসুম ৫, ম্যাথু ওয়েড বোল্ড ব মাহেদি ২, ডেন ক্রিস্টিয়ান ক শামিম ব মুস্তাফিজ ৩৯, মিচেল মার্শ বোল্ড ব মাহেদি ১১, মইসেস হেনরিক্স রান আউট (সাকিব), অ্যালেক্স ক্যারি এলবিডব্লু ব মুস্তাফিজ ১, অ্যাস্টন টার্নার অপরাজিত ৯, অ্যাস্টন আগার ক শামিম ব শরিফুল ২৭, এন্ড্র টাই অপরাজিত ৪, অতিরিক্ত (লে বা-১, ও-২) ৩।
মোট (১৯ ওভার, ৭ উইকেট) ১০৫

উইকেট পতন : ১/৩ (ওয়েড), ২/৪৭ (ম্যাকডারমট), ৩/৪৯ (ক্রিস্টিয়ান), ৪/৬০ (হেনরিক্স), ৫/৬৩ (ক্যারি), ৬/৬৫ (মার্শ), ৭/৯৯ (আগার)। 

বাংলাদেশ বোলিং :
মাহেদি হাসান : ৪-০-১৭-২, সাকিব আল হাসান : ৪-০-৫০-০ (ও-১), নাসুম আহমেদ : ৪-০-১৭-১ (ও-১), মুস্তাফিজুর রহমান : ৪-১-৯-২, শরিফুল ইসলাম : ২-০-৮-১, মাহমুদুল্লাহ রিয়াদ : ১-০-৩-০।

ফল : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : মিচেল সুইপসন(অস্ট্রেলিয়া)
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের