শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:১১, ১১ অক্টোবর ২০২১

Google News
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

ছবি: রেডিও টুডে

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১০ অক্টোবর) রাতে তারা মারা যান।

উপসর্গে মৃতরা হলেন, শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আব্দুস সাত্তার সানা (৫৭), একই উপজেলার ইশ্বরীপুর শ্রীফলকাটি গ্রামের আব্দুল রয়েল (৭০)।

সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সম্প্রতি তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭১৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ সময় সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের