বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

করোনাভাইরাস: সাতক্ষীরায় আরও ৯ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৫, ১৪ জুলাই ২০২১

আপডেট: ০২:০৬, ১৫ জুলাই ২০২১

Google News
করোনাভাইরাস: সাতক্ষীরায় আরও ৯ জনের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (করোনা ডেডিকেটেড হাসপাতাল); ছবি-রেডিও টুডে

সাতক্ষীরায় কিছুতেই কমছেনা করোনা সংক্রমনে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়।

মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৯ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৪০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৫ জনের নমুনা পরীক্ষা শেষে ৫১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৭ দশমিক ৮৯ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬২৮ জন। 

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে জেলা করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমন প্রতিরোধে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান। 
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের