মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ২০২২ সালের এপ্রিলে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৩, ১৪ জুলাই ২০২১

Google News
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ২০২২ সালের এপ্রিলে

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ২০২২ সালের এপ্রিলে

আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন। মঙ্গলবার দেশটির সরকারি মুখপাত্র গ্যাব্রিয়েল অটাল এ তথ্য জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এ খবর প্রকাশ করেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দুই মাস পর ২০২২ সালের ১২ ও ১৯ জুন আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওই খবরে জানানো হয়- ফ্রান্সের প্রেসিডেন্ট দুই দফা নির্বাচনের মধ্য দিয়ে ৫ বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়ে থাকেন। প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাওয় দুই প্রার্থী দ্বিতীয় দফার নির্বাচনে অংশগ্রহণ করেন।

এরআগে ২০১৭ সালের নির্বাচনে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ইমানুয়েল ম্যাখোঁ দেশটির কট্টর ডানপন্থী নেতা মেরিন লি পেন কে পরাজিত করেন।

আগামী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ম্যাখোঁ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে তিনি নিজেকে এখনো প্রার্থী হিসেবে ঘোষণা করেননি।

তবে লি পেন তৃতীয়বারের ন্যায় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বি হবেন বলে অনেকেই ধারণা করছেন। একইসাথে মূলধারার ডানপন্থী প্রার্থী আগামী নির্বাচনে ভালো ভোট পাবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: বাসস

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের