শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

কোভিডে খুলনার পাঁচ হাসপাতালে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৫, ২৫ জুলাই ২০২১

Google News
কোভিডে খুলনার পাঁচ হাসপাতালে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু

খুলনা নগরীতে কোভিড চিকিৎসা দেওয়া পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাভুক্ত কোভিড ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই কোভিড পজিটিভ ছিলেন।

ডা. সুহাস বলেন, ২০০ শয্যার হাসপাতালে রোববার সকাল ৮টা পর্যন্ত ১১০ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে রেড জোনে ৩৯ জন, ইয়েলো জোনে ৩৮ জন, এইচডিইউতে ১৩ জন এবং আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। ৮০ শয্যার এই হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের কোভিড ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ৪৫ শয্যার কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের কোভিড ইউনিটে ৪৫ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১০ জন আইসিইউতে চিকিৎসাধীন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের ১৫০ শয্যার কোভিড ইউনিটে ৭৬ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে নয় জন এবং এইচডিইউতে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

কোভিড চিকিৎসায় নতুন যোগ হওয়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) হামিদুল ইসলাম খান বলেন, ৮৭ শয্যার কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
হাসপাতালের ৬৮ জন ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে সাত জন এবং এইচডিইউতে চার জন রয়েছেন।


 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের