মঙ্গলবার,

১৬ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

১৬ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

এসএসসির প্রশ্নফাঁস: প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ৩ দিনের রিমান্ডে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২০, ২৯ সেপ্টেম্বর ২০২২

Google News
এসএসসির প্রশ্নফাঁস: প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ৩ দিনের রিমান্ডে

এসএসসি পরীক্ষার দিনাজপুর বোর্ডের অধীন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয় বিষয়ের প্রশ্নফাঁসের ঘটনায় নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

বৃহস্পতিবার বেলা ১১টায় কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল কোর্টের ভুরুঙ্গামারী আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন আলী শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

প্রশ্ন ফাঁসের ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের নামে মামলা হয়। এ ঘটনায় ছয় আসামি গ্রেপ্তার হলেও এজহারভুক্ত আরেক আসামি আবু হানিফ এখনও পলাতক। প্রশ্ন ফাঁসের ঘটনায় তিনটি তদন্ত কমিটি কাজ করছে।

এর আগে কুড়িগ্রামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত পাঁচ শিক্ষকের এমপিও বাতিল করা হবে বলে সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষাবোর্ডের তদন্ত কমিটির অনুসন্ধানে জানা যায়, প্রশ্নপত্র ফাঁস করার উদ্দেশে যাচাইবাছাইয়ের সময় কৌশলে ছয়টি বিষয়ের প্রশ্নপত্র সরিয়ে রাখেন কেন্দ্র সচিব লুৎফর রহমান।

এ ছাড়া কুড়িগ্রামের ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সাথে সংযুক্ত কর্মকর্তাদেরও গাফিলতি মিলেছে অনুসন্ধানে।

এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১৯ জুন। তিন দিন আগে প্রশ্ন যাচাই-বাছাই করেন কেন্দ্র সচিবরা। সেই কাজ করেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর কেন্দ্র সচিব লুৎফর রহমানও।

তদন্ত কমিটির অনুসন্ধানে বেরিয়ে এসেছে, বিষয়ভিত্তিক প্রশ্ন আলাদা করে রাখার সময় বাংলা ১ম পত্রের ২টি খাম তৈরি করেন লুৎফর রহমান। তবে সেই খামের একটিতে রাখেন ছয়টি বিষয়ের প্রশ্ন। সে সময় নজরদারিতে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের