বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

পুলিশের গুলিতে মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: আইজিপি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০২২

Google News
পুলিশের গুলিতে মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: আইজিপি

বিদায়ী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের গুলিতে মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত। নিশ্চয়ই সব ঘটনার তদন্ত হবে। তিনি বলেন, পুলিশ আত্মরক্ষায় গুলি চালায়। পুলিশ আগের চেয়ে অনেক বেশি গণমুখী বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনসে বিদায়ী সংবাদ সম্মেলনে পুলিশের আইজিপি বেনজীর আহমেদ এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। ভালো কাজের ক্রেডিট সরকারের এবং মানুষের। যা কিছু ভালো হয়েছে। কোনো ব্যর্থতা থাকলে আমার। একান্তই সে ক্ষেত্রে হয়তো আমি রাষ্ট্রের দায়িত্ব ঠিকমতো করতে পারিনি।

মানবাধিকারের নামে পুলিশকে ট্রেনিং করানোর জন্য এনজিওগুলো শত শত কোটি টাকা এনেছে বলে দাবি করেছেন আইজিপি বেনজীর আহমেদ। বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন তিনি।

আইজিপি বলেন, পুলিশকে যখন বলা হয়েছে পুলিশও এনজিওগুলোর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে।

যদিও পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে মানবাধিকার নিয়ে আলাদাভাবে প্রশিক্ষণ দেয়া হয়।

তিনি বলেন, কারও বিরুদ্ধে যদি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মেলে তাহলে তাদের একাধিক জায়গায় জবাবদিহিতার সুযোগ আছে। মানবাধিকার নিয়ে আমাদের দেশে যে আইন আছে সেটা বিশ্বের অনেক দেশেই নেই।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের