শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

জঙ্গি ছিনতাই: দায়িত্বে অবহেলায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫২, ২১ নভেম্বর ২০২২

Google News
জঙ্গি ছিনতাই: দায়িত্বে অবহেলায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত

পুলিশের চোখে পেপার স্প্রে করে ও হামলা করে প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুই জঙ্গি আবু সিদ্দিক সোহেল ও মঈনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলায় পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এ কথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (ডিবিপ্রধান) হারুন অর রশীদ।

ডিবিপ্রধান জানান, জঙ্গি ছিনিয়ে নেওয়ায় আসামিরা নজরদারিতে আছে। তাদের যেকোনো সময় গ্রেফতার করা হবে।

হারুন অর রশীদ বলেন, ‘এই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার মাস্টার মাইন্ড আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান বহিস্কৃত মেজর জিয়া। ’

এদিকে জঙ্গি ছিনিয়ে নেওয়া সহযোগীদের শনাক্ত করা হয়েছে জানিয়ে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সকাল থেকে নিরাপত্তা জোরদার ছিল সিএমএম কোর্ট।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের