বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

বাসচাপায় নাদিয়ার মৃত্যুর প্রতিবাদে কাওলায় সড়ক অবরোধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৭, ২৩ জানুয়ারি ২০২৩

Google News
বাসচাপায় নাদিয়ার মৃত্যুর প্রতিবাদে কাওলায় সড়ক অবরোধ

বাস চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানার (২১) মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীরা রাজধানী কাওলা মোড় অবরোধ করে কর্মসূচি পালন করছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করছেন।

নাদিয়া সুলতানার সহপাঠীরা নর্দান বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ পালন করে কাওলা মোড়ে এসে সড়ক অবরোধ করেন।

অবরোধ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো- ভিক্টর ক্লাসিক বাসের রুট পারমিট বাতিল করতে হবে, নিহত নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, চালক ও হেলপারের গ্রেপ্তারের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ দিতে হবে এবং কাওলা এলাকায় একটি বাস স্টপেজ করতে হবে।

গতকাল বই কিনতে উত্তরার বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন নাদিয়া (১৯)। কুড়িল বিশ্বরোড এলাকায় তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস। এতে তাঁরা রাস্তায় ছিটকে পড়েন। বাসটি নাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের