শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

পি কে হালদারের সাক্ষ্য গ্রহণে নতুন দিন ধার্য

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩৯, ২ ফেব্রুয়ারি ২০২৩

Google News
পি কে হালদারের সাক্ষ্য গ্রহণে নতুন দিন ধার্য

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বুধবার এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন হাজির হয়ে সাক্ষ্যপ্রদান করেন। এসময় ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করেন। এরপর জেরার জন্য ১ মার্চ দিন তারিখ ধার্য করেন আদালত। এ নিয়ে মামলাটিতে ১০৬ জন সাক্ষীর মধ্যে ১০০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

এদিন মামলার চার আসামি- অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধাকে আদালতে হাজির করা হয়। এছাড়া মামলার আসামি প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার), পিকে হালদারের মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রিসহ ১০ জন পলাতক রয়েছেন। গত ৮ সেপ্টেম্বর পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের