বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

প্রকাশ্যে যুবককে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৪, ১২ অক্টোবর ২০২১

Google News
প্রকাশ্যে যুবককে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

রাজশাহীতে রাজু আহমেদ নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার দায়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- আজিজুর রহমান ওরফে রাজন, সাজ্জাদ হোসেন ওরফে সাজু, মো. রিংকু ওরফে বয়া, ইসমাইল হোসেন ও মাহাবুর রশীদ ওরফে রেন্টু। এ মামলার অন্য ৯ আসামি বেকসুর খালাস পেয়েছেন। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা এ রায় ঘোষণা করেন। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১০ সালের ১৫ মার্চ সন্ধ্যায় জমি নিয়ে বিরোধে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্যে রাজু আহমেদ নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন তার বাবা এসার উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেন।

আসামি মাহাবুর রশীদ ওরফে রেন্টুর সঙ্গে বাগমারার একটি জমি নিয়ে রাজুর পরিবারের বিরোধ ছিলো। এর জের ধরে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে মাহাবুর রশীদ রাজুকে হত্যা করেন। এ মামলায় ৫৮ সাক্ষী ছিলেন। আদালত ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করেই রায় ঘোষণা করলেন।
মামলায় মোট আসামি ছিলেন ১৪ জন। এর মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯জন বেকসুর খালাস দেন আদালত।

রেডিওটুডে নিউজ/এইচবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের