বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

সম্রাট-খালেদ-মোমিনুলরা অর্থপাচার করেছে : সিআইডির প্রতিবেদন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৮, ১৭ অক্টোবর ২০২১

আপডেট: ০০:০২, ১৮ অক্টোবর ২০২১

Google News
সম্রাট-খালেদ-মোমিনুলরা অর্থপাচার করেছে : সিআইডির প্রতিবেদন

ছবিসূত্র: ইন্টারনেট

রাজধানীর আলোচিত যুবলীগ নেতা ও ক্যাসিনো সম্রাট ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভুঁইয়া ও বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদের বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। ইতোমধ্যে এ সংক্রান্ত সিআইডির প্রতিবেদন আদালতে জমা হয়েছে। আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন দাখিল করা হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইডির প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল পরিমাণ পাচার হওয়া অর্থ উদ্ধারের কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। অর্থপাচারের উপর দেওয়া প্রতিবেদনে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালিদ মাহমুদ ভুইয়া, এনামুল হক আরমান, রাজীব হোসেন রানা, জামাল ভাটারা, মোমিনুল হক সাঈদ, শাজাহান বাবলুর নাম রয়েছে।

এর আগে বিদেশে অর্থপাচারে জড়িতদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

রেডিওটুডে নিউজ/এমএস/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের