বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

সেট টপ বক্স লাগানোর সিদ্ধান্ত স্থগিত করলো হাইকোর্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:০১, ২৩ নভেম্বর ২০২১

Google News
সেট টপ বক্স লাগানোর সিদ্ধান্ত স্থগিত করলো হাইকোর্ট

প্রতীকী ছবি

ঢাকা ও চট্টগ্রাম শহরে কেবল টেলিভিশনের সেট টপ বক্স লাগানোর সরকারি সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ সোমবার (২২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বেশি দামে সেট টপ বক্স কিনতে গ্রাহককে যেন বাধ্য করা না হয়, তা মনিটর (পর্যবেক্ষণ) করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এর আগে গত ২৭ অক্টোবর তথ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঢাকা ও চট্টগ্রাম শহরে ৩০ নভেম্বরের মধ্যে কেবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতিতে রূপায়নের সর্বসম্মত সিদ্ধান্ত রয়েছে। ফলে এই সময়ের মধ্যে এই দুই শহরের গ্রাহককে ‘সেট টপ বক্স’ নিতে হবে। তা না হলে কেবল টেলিভিশন দেখার ক্ষেত্রে ব্যত্যয় হবে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের