ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচচ সাজা চেয়েছে প্রসিকিউশন। আগামীকাল ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার রায়ের তারিখ পাবার আশা করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
বুধবার ট্রাইব্যাুনালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ট্রাইবুনালে হাসিনার বিচার বাধাগ্রস্ত করার চেস্টা করা হচ্ছে। তারা বিভিন্ন ভাবে নানা প্রবাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু বিচার তার নিজস্ব গতিতে চলবে।
এর আগে ট্রাইবুনালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়।
এছাড়া চট্রগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ১১ জন হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে একই দিন তদন্ত প্রতিবেদন দাখিলের জ
রেডিওটুডে নিউজ/আনাম

