রাজধানীতে বাসে অগ্নিসংযোগ করার সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ঝাঁপিয়ে পড়ে নদীর পানিতে ডুবে প্রাণ গেছে সাইয়াফ (১৮) নামের এক যুবকের। এছাড়া এ ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮) নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শাহআলী থানা সূত্রে জানা যায়, গতকাল (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে শাহআলী থানাধীন উত্তর নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগ করে তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল।
বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসলে তারা দুষ্কৃতকারীদের ধাওয়া করে একজনকে আটক করে। এসময় তাদের একজন প্রাণভয়ে নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সাঁতার না জানায় নদীতে ঝাঁপ দেয়া দুষ্কৃতকারী পানিতে ডুবে যায় বলে।
জানা যায়, পরবর্তীতে উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় লোকজন আটক দুষ্কৃতকারীকে পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায়, নাশকতামূলক এ ঘটনায় জড়িত পলাতক অপর দুষ্কৃতকারীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রেডিওটুডে নিউজ/আনাম

