বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

দীর্ঘক্ষণ ঠোটের রং ধরে রাখবেন কিভাবে?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০২:২৭, ২৯ সেপ্টেম্বর ২০২২

Google News
দীর্ঘক্ষণ ঠোটের রং ধরে রাখবেন কিভাবে?

সংগৃহিত ছবি

বাইরে বেড়াতে বা খেতে গেলে আমরা নিজেকে পরিপাটি করেই বের হই। এটা নতুন করে বলার কিছু নয়। কিন্তু ধরুন ফুসকা খেতে গিয়ে আপনার ঠোঁটের রঙের যদি বারোটা বাজে তখন কেমন লাগবে? আসলে বাইরে যাবার পর খাওয়ার জন্য হোক বা দীর্ঘ সময়ের জন্য হোক একটা সময় লিপস্টিক উঠে যেতে শুরু করে। তখন ব্যাগে থাকা লিপস্টিক আবার পুনরায় ঠোটে দেওয়া ছাড়া উপায় থাকেনা।

তাই লিপস্টিকে ময়েশ্চারাইজারের পরিমাণ বেশি আছে কিনা তা দেখে নিতে হবে কেনার আগেই। তাছাড়া বেশি সময় ধরে লিপস্টিক তাজা রাখার কিছু কৌশল রয়েছে। সেগুলো মেনে চললে ঠোঁটে লিপস্টিক থাকবে বহুক্ষণ। 

১) ঠোঁটে প্রতিনিয়ত লিপবাম ব্যবহার করতে হবে। তাতে ঠোঁট কখনও শুকনো থাকবেনা। কারণ ঠোঁট আদ্রতা হারালে ঠোঁটে লিপস্টিক বেশিক্ষণ থাকবেনা বরং উঠে যাবে তাড়াতাড়ি। 

২) ঠোঁটে লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে আগে মেকআপ প্রাইমার লাগিয়ে পরে লিপস্টিক লাগান। তাহলে সহজে লিপস্টিক উঠবেনা।

৩) এক্ষেত্রে গাড় রং ব্যবহার করতে পারেন। যদি হালকা রং দিতে চান তাহলে সিলিকন সমৃদ্ধ লিপস্টিক লাগান। কারণ লিপস্টিক দীর্ঘক্ষণ ধরে রাখতে সিলিকন দারুণভাবে সাহায্য করে। 

আলোচ্য বিষয়গুলো মাথায় রেখে ঠোঁটে লিপস্টিক ব্যবহার করলে বাইরে থাকা অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতির সামনে পড়া থেকে রক্ষা পাবেন। সেইসাথে আপনি মেনটালিও ভালো থাকবেন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের