শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

যারা গণটিকার সমালোচনা করছেন তারা জনস্বার্থবিরোধী কাজ করছেন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৪৫, ৯ আগস্ট ২০২১

আপডেট: ০২:৪৯, ১০ আগস্ট ২০২১

Google News
যারা গণটিকার সমালোচনা করছেন তারা জনস্বার্থবিরোধী কাজ করছেন

ফাইল ছবি

যারা গণটিকার সমালোচনা করছেন তারা জনস্বার্থবিরোধী কাজ করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।  

সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতারা অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করে তিনি বলেন, “তাদের এ ধরনের অপপ্রচার জনস্বার্থবিরোধী। আর জনস্বার্থবিরোধী প্রচার দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।”

তথ্যমন্ত্রী বলেন, “করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়ই হলো টিকা দেয়া এবং মাস্ক পরা। সরকার গণটিকা কার্যক্রম শুরু করেছে, বিএনপি নেতারা এটা নিয়েও সমালোচনা করছেন। জনগণ যাতে টিকা না নেয় সেজন্য তারা অপপ্রচার চালান।”

তিনি বলেন, টিকা সার্বজনীনভাবে দেয়া হচ্ছে। এখানে কে কোন দল বা মতের সেটি দেখা হচ্ছে না। সরকার স্বাস্থ্য বিভাগের মাধ্যমে এই টিকা দিচ্ছে। সেখানে কোনো দলকে কোনোভাবেই সম্পৃক্ত করা হয়নি। স্বাস্থ্য বিভাগেরকর্মীরা টিকা দিচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, যাতে টিকা নেয়। 

লকডাউন শিথিল প্রসঙ্গে ড. হাছান বলেন, জীবন ও জীবিকা সচল রাখতে সচল রাখতে বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের