শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

স্কুল বাস কেনো হলুদ?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০১:০৩, ১৪ আগস্ট ২০২১

আপডেট: ০৭:৪১, ১৫ আগস্ট ২০২১

Google News
স্কুল বাস কেনো হলুদ?

ছবি: শেরি লাভার্স

জীবনে চলার পথে আমরা নানান রঙ প্রত্যক্ষ করি। প্রতিটি রঙেরও রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ। যেমন শান্তির বার্তা বহন করে সাদা, বিপদের রঙ লাল। কিন্তু বিশ্বব্যাপী স্কুল বাসের রঙ কেনো হলুদ, তা কি কখনো ভেবেছেন? এর প্রেক্ষাপটটাই বা কী?

না, কোনো ঘটনা নয়। স্কুলবাসের রং হলুদ হওয়ার পিছনে রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি। অন্য রঙের তুলনায় হলুদ রঙের দৃশ্যমানতা বেশি। তাই মূলত দুর্ঘটনা এড়াতেই স্কুলবাসগুলিকে হলুদ রঙের করা হয়। আমরা জানি, লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশি। ৬৫০ ন্যানোমিটার। ফলে সবচেয়ে দূর থেকে লাল রং দেখা যায়। হলুদের তরঙ্গদৈর্ঘ্য ৫৮০ ন্যানোমিটার। কিন্তু তার পরেও কেনো হলুদ রং ব্যবহার করা হয় স্কুলবাসে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

তারও একটা কারণ আছে। এর কারণ হল- ল্যাটারাল পেরিফেরাল ভিশন বা এলপিভি। হলুদের ক্ষেত্রে এই এলপিভি লালের তুলনায় ১.২৪ গুণ বেশি। যার ফলে লালের তুলনায় এর দৃশ্যমানতা এবং আকর্ষণ ক্ষমতা অনেক বেশি। ফলে দূর থেকে, বৃষ্টি এবং কুয়াশাতেও এই রং সহজেই চোখে পড়ে। তাই কোনও স্কুলবাস দৃষ্টির সোজাসুজি না থাকলেও তা সহজেই চোখে পড়বে হলুদ হওয়ার কারণে। আর সে কারণেই স্কুলবাসগুলি হলুদ রঙের হয়।

সূত্র- আনন্দবাজার

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের