বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

বাসন ধোয়ার সাবান বানিয়ে ফেলুন বাড়িতেই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:৪৮, ১ অক্টোবর ২০২২

আপডেট: ০২:০০, ১ অক্টোবর ২০২২

Google News
বাসন ধোয়ার সাবান বানিয়ে ফেলুন বাড়িতেই

ফাইল ছবি

বাজার থেকে কেনা বাসন ধোয়ার সাবানে ১০০টি গুনাগুন থাকলেও হাতের জন্য যে তা ক্ষতিকর সে কথা নিশ্চয় জানেন। এটাই শেষ নয়, যে ধরনের রাসায়নিক এই জাতীয় সাবানে ব্যবহার করা হয় তা পরিবারের জন্যও ক্ষতিকর। 

অনেকে শখ করে বিভিন্ন প্রাকৃতিক জিনিস দিয়ে গায়ে মাখার সাবানও বাড়িতে তৈরি করে নেন। দৈনন্দিন সংসারের কাজকর্ম যেমন বাসনপত্রের তেল, পোড়া দাগ তোলার জন্য বাড়িতে থাকা উপকরণ দিয়ে তরল সাবান বানানো যায়। শুনতে অবাক লাগলেও এটিই সত্যি। তাহলে চলুন জেনে নিই নিয়মগুলো:

উপকরণ:
রিঠা - ১ কাপ

পানি- দুই কাপ

সামুদ্রিক লবণ- আধাকাপ

লেবু- ৬/৭টি

সাদা ভিনেগার - ৪ টেবিল চামচ 

তৈরি করার পদ্ধতি:

আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে রিঠাগুলো। পরেরদিন ৬/৭টি লেবু কেটে দিতে হবে ওই রিঠা ভেজানো পানির ভিতর। তারপর প্রেশার কুকারে দিয়ে মুখ বন্ধ করে দুইটা সিটি দিতে হবে। 

তারপর ঠান্ডা হলে রিঠা থেকে দানা বের করে ভালো করে চটকে নিতে হবে। যদি খুব ঘন হয়ে যায় তাহলে এক কাপ পানি মিশিয়ে নেওয়া যেতে পারে  

এই মিশ্রণ থেকে লেবুর অবশিষ্ট অংশ ও রিঠা ছেঁকে নিন। সব শেষে, ৪ টেবিল চামচ সাদা ভিনেগার এবং আধা কাপ সামুদ্রিক লবণ ওই মিশ্রণে দিয়ে ফুটিয়ে নিন আরও একবার। ব্যাস ঠান্ডা হলে বোতলে ভরে রাখুন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের