বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

যেভাবে সুরক্ষিত রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০১:৪৩, ২৬ জুলাই ২০২১

আপডেট: ০১:৪৬, ২৬ জুলাই ২০২১

Google News
যেভাবে সুরক্ষিত রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট

প্রযুক্তির বিবর্তনে ব্যাংকিং কার্যক্রমও এখন ডিজিটাল। লাইনে দাঁড়িয়ে চেক বা জমার বইয়ের মধ্যমে অর্থ লেনদেনের চাইতে অনলাইন কিংবা মোবাইল ব্যাংকিংয়ের প্রতিই এখন গ্রাহকদের নজর বেশি। তবে অনলাইনে হ্যাকার কিংবা প্রতারকদের ভয়ে এই আধুনিক ব্যাংকিং সিস্টেম থেকে পিছপা হন অনেকেই। এমনকি ফোন থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্যও চুরি হয়ে যেতে পারে।

অনলাইন জগতে বসবাস করা প্রতারকদের হাত থেকে আপনার মূল্যবান অর্থ বাঁচাতে প্রযুক্তিবিদদের দেয়া নিম্নক্ত পরামর্শগুলো আপনার কাজে লাগতে পারে।

  • অনলাইন কিংবা সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য কখনও প্রকাশ করবেন না।
  • আপনার ব্যাংক অ্যাকাউন্টের নম্বর বা তথ্য উল্লেখ আছে এমন কোনো কাগজ বা সনদের ছবি ইন্টারনেটে শেয়ার করবেন না।
  • কাউকে না চিনে অনলাইনে টাকা পাঠাবেন না।
  • কোনো অফারের লোভে পরে কখনও কোনো লিংকে ক্লিক করবেন না।
  • ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য কাউকে বলবেন না।
  •  কল করে কোনো সার্ভিস অপারেটরের পরিচয়ে কেউ কোনো তথ্য জানতে চাইলে এড়িয়ে যান। প্রয়োজনে আপনার ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বা পুলিশকে অবগত করুন।
  • ফোনের কোথাও ব্যাংকিং সংশ্লিষ্ট পাসওয়ার্ড বা ফাইল সেভ রাখবেন না।
  • আপনার মুঠোফোন হারিয়ে গেলে, সেখানে ব্যাংকের গোপন তথ্য থাকলে তা অবশ্যই আপনার ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানকে জানান।
  • মুঠোফোন যদি অন্য কারো কাছে বিক্রি করতে চান বা দিয়ে দেন সেক্ষেত্রে অবশ্যই ফোনটির রিসেট করে দিবেন। আর তা সম্ভব না হলে অন্তত ফোন সেটিং এ যেয়ে আর্থিক লেনদেন সংশ্লিষ্ট অ্যাপগুলোতে ঢুকে সব ডেটা ক্লিয়ার করে দিবেন। এছাড়া ব্যাংক সংশ্লিষ্ট কোনো নথির সফট কপি থাকলে তা অবশ্যই মনে করে ডিলিট করুন।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের