বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

ময়মনসিংহে চিকিৎসককে মারধর করা যুবলীগ নেতা বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৬, ৮ জুলাই ২০২১

আপডেট: ২৩:০৭, ৮ জুলাই ২০২১

Google News
ময়মনসিংহে চিকিৎসককে মারধর করা যুবলীগ নেতা বহিষ্কার

মাহবুবুল হক মনি

চিকিৎসককে মারধর করা মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনিকে কেন্দ্রীয় নির্দেশে ময়মনসিংহ জেলা যুবলীগ তাকে সাময়িক বহিষ্কার ও মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি থেকে অব্যাহতি প্রদান করেছে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের অবহিত করে। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তাগাছা উপজেলা হাসপাতালে গিয়ে কর্তৃব্যরত চিকিৎসক ডা. এএইচএম সালেহীন মামুনকে মারধরের ঘটনায় কেন্দ্রীয় নির্দেশে মাহবুবুল হক মনিকে যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার ও মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনিসহ ৮-১০ জন মিলে মুক্তাগাছা উপজেলা হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল কর্মকর্তা ডা. এ এইচ এম সালেকিন মামুনের কক্ষে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং মারধর করেন।

উক্ত ঘটনায় ডা. সালেকিন বাদী হয়ে মামলা করলে পুলিশ যুবলীগ নেতা মাহবুবুল আলম মনিসহ ৫জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের