শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

মন্ত্রিপরিষদ সচিবের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের বৈঠক

শিল্প-কলকারখানা খুলে দিতে সরকারের প্রতি আহ্বান বিজিএমইএ’র

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:০৯, ২৯ জুলাই ২০২১

আপডেট: ০১:২৫, ৩০ জুলাই ২০২১

Google News
শিল্প-কলকারখানা খুলে দিতে সরকারের প্রতি আহ্বান বিজিএমইএ’র

করোনাভাইরাস সংক্রমন রোধে দেশজুড়ে চলমান লকডাউনের মধ্যে সব শিল্প-কলকারখানা খুলে দিতে সরকারের প্রতি আহ্ববান জানিয়েছে তৈরী পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ।

পোশাক শিল্পের সামগ্রিক পরিস্থিতি বিষয়ে বিজিএমইএর সভাপতি জনাব ফারুক হাসান এর নেতৃত্বে বিজিএমইএ নেতৃবৃন্দ বৃহস্পতিবার ২৯ জুলাই সকাল ১১টায়  সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সাথে বৈঠক করে এ আহবান জানান। 

বৈঠক শেষে টেলিফোনে রেডিও টুডেকে দেয়া এক সাক্ষাতকারে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান জানান, শিল্প কলকারখানা বন্ধ থাকার কারনে এই খাতে যে ক্ষতি হচ্ছে, সেটি তারা মন্ত্রিপরিষদ সচিবের সামনে তুলে ধরেছেন।

এছাড়া তৈরী পোশাক কারখানা খুলে দেয়া হলে দ্রুত সব শ্রমিকদের টিকার আওতায় আনা হবে বলেও বৈঠকে জানিয়েছেন তারা।

তাদের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানান বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

বৈঠকে এফবিসিসিআই, বিকেএমইএ এবং বিটিএম’র নেতারাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, মহামারি করোনা সংক্রমন রোধে গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। যা আগামী ৫ আগষ্ট দিনগত রাত ১২ টা পর্যন্ত বহাল থাকবে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এসময়ে সব ধরনের শিল্পকারখানা বন্ধ থাকবে।

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের