শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

সরিষা ও রাইস ব্র্যান তেলের ব্যবহার বাড়ানোর চিন্তা করছে সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৫, ১৮ মে ২০২২

Google News
সরিষা ও রাইস ব্র্যান তেলের ব্যবহার বাড়ানোর চিন্তা করছে সরকার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সয়াবিনসহ ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজার অস্বাভাবিক বেড়েছে। এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে সরিষা ও রাইস ব্র্যান তেলের ব্যবহার বাড়ানোর চিন্তা করছে সরকার। 

বুধবার সচিবালয়ে দ্রব্যমূল্য এবং বাজার পরিস্থিতি সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে সাংবাটিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে রাইস ব্র্যান তেল ৭ লাখ টন উৎপাদনের সম্ভবনা রয়েছে। যা মোট চাহিদার ২৫ শতাংশ পূরণে সক্ষম। কৃষি মন্ত্রণালয়ের সাথে আলোচনা হচ্ছে এর উৎপাদন আরও বাড়নোর বিষয়ে।

ভারতের গম রপ্তানি বন্ধের প্রভাব প্রসঙ্গে টিপু মুনশি বলেন, এখন দেশে উৎপাদন হয় ৫০ থেকে ৬০ হাজার টন।। এক্সপোর্ট না করে দেশের বাজারে রাখতে হবে গম। ভারত গম রপ্তানি বন্ধের প্রভাব বাংলাদেশে পড়বে না। যে পরিমাণ মজুদ আছে তা দিয়ে সঙ্কট হবে না।

২০২৫ সালের পর আর পেঁয়াজ আমদানি করতে হবে না জানিয়ে তিনি বলেন: ২০২৫ নাগাত আর পেঁয়াজ আমদানি করতে হবে না। কৃষক ভালো দাম পাওয়ায় গত বছরের তুলনায় এবার ২ লাখ টন উৎপাদন বেড়েছে। প্রতিবছর ৬ থেকে ৭ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। কিন্তু উৎপাদন বাড়ায় আমদানি কমেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের