বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

নির্মমভাবে বন্যপ্রাণী পিটিয়ে হত্যা, অভিযুক্তকে আটক করলো পুলিশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:১৪, ৩০ জুলাই ২০২১

আপডেট: ২৩:৫৬, ৩০ জুলাই ২০২১

Google News
নির্মমভাবে বন্যপ্রাণী পিটিয়ে হত্যা, অভিযুক্তকে আটক করলো পুলিশ

একজন সচেতন নাগরিক বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, মো. সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী হত্যা করে আসছে। এ বিষয়ে এলাকার মানুষজন তাকে বিভিন্ন সময় নিষেধ করেছে। কিন্তু, তিনি কারো কথাই শোনেন না।

সর্বশেষ গত ২৬ জুলাই একটি বনবিড়ালকে পিটিয়ে হত্যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত মো. সাইফুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ থানার মথুরেশপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা। 

বার্তা পেয়ে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং সাতক্ষীরার কালীগঞ্জ থানার ওসি মো. গোলাম মোস্তফাকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করে। বার্তা পেয়ে ওসি কালীগঞ্জ তার একটি টিমকে নিয়োজিত করেন।

কিন্তু পুলিশকে জানানো হয়েছে কোনোভাবে এমন তথ্য পেয়ে সে আত্মগোপনে চলে যায়। কয়েকদিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে তাকে আটক করে সাতক্ষীরার কালীগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শুক্রবার পুলিশের মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স এর এআইজি মো. সো‌হেল রানার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের