বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

লকডাউন আরো ১০ দিন বাড়ানোর সুপারিশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৫, ৩০ জুলাই ২০২১

আপডেট: ১৪:২১, ৩১ জুলাই ২০২১

Google News
লকডাউন আরো ১০ দিন বাড়ানোর সুপারিশ

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলমান লকডাউন ৫ আগস্টের পর আরো ১০ দিন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ‘আমরা আরও ১০ দিন আগে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।’

খুরশীদ আলম বলেন, ‘যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কিভাবে এই সংক্রমণ সামাল দেবো? রোগীদের কোথায় জায়গা দেবো? সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।’

এর আগে ঈদের উপলক্ষে আটদিন বিরতি দিয়ে ২৩ জুলাই সকাল ৬টা থেকে পুনরায় দেশব্যপী ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়। এ লকডাউন চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত।

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের