শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

রোববার খুলছে রপ্তানিমুখী সব শিল্পকারখানা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:৪৩, ৩১ জুলাই ২০২১

আপডেট: ০১:৫০, ১ আগস্ট ২০২১

Google News
রোববার খুলছে রপ্তানিমুখী সব শিল্পকারখানা

ফাইল ছবি (সংগৃহীত)

ব্যবসায়ীদের দাবির মুখে চলমান লকডাউনের মাঝেই রোববার (১ আগস্ট) থেকে পোশাকসহ সকল রপ্তানিমুখী শিল্প ও কল-কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ আগস্ট সকাল ৬টা থেকে রপ্তানিমুখী সব শিল্প ও কলকারখানা আরোপিত বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।

এর আগে গতকাল বিজিএমইএর সভাপতি জনাব ফারুক হাসান এর নেতৃত্বে বিজিএমইএ নেতৃবৃন্দ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সাথে বৈঠক করে শিল্প-কলকারখানা খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান। এর একদিনের মধ্যেই তাদের দাবি মেনে নিয়ে কারখানা খুলার অনুমতি দিল সরকার। 
 

রেডিওটুডে নিউজ/ইকে/এসএস/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের