শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

৫ আগস্টের আগে কারখানায় যোগ দেয়া বাধ্যতামুলক নয়: ফরহাদ হোসেন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:০৪, ৩১ জুলাই ২০২১

আপডেট: ০৫:৫৫, ১ আগস্ট ২০২১

Google News
৫ আগস্টের আগে কারখানায় যোগ দেয়া বাধ্যতামুলক নয়: ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্পকারখানা রোববার থেকে খুললেও আপাতত কেউ কাজে যোগ না দিলে চাকরি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারা চাকরি হারাবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

গার্মেন্টস খোলার ঘোষণায় আজ ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। ঈদের সময় গ্রামে গিয়ে কঠোর বিধিনিষেধে আটকেপড়া হাজার হাজার কর্মী প্রবেশপথগুলো দিয়ে ঢাকায় ঢুকছেন। বাস বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তি সয়ে তারা আসছেন কর্মস্থলে।

বিষয়টিতে আজ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রেডিও টুডেকে জানিয়েছেন, ‘৫ই আগস্টের মধ্যে শিল্পকারখানায় যোগদান বাধ্যতামূলক নয়’। ‘আগামীকাল (রোববার) চাকুরিতে যোগ না দিলে কেউ কর্ম হারাবেন না’

তিনি বলেন, ‘বিজিএমইএ’র নেতাদের সঙ্গে যখন কারখানা খোলা নিয়ে আমাদের আলোচনা হয়, তখনো বলা হয়েছিল- যারা শুধু ঢাকাতে বা কারখানার আশপাশে অবস্থান করছেন, তারাই যোগ দেবেন। 

‘কেউ হয়তো মনে করছেন ৫ দিন মিস করব, চলে যাই। অনেকে হয়তো আতঙ্কিত হয়ে ফিরছেন, চাকরি থাকবে কি-না! আমরা সবাইকে বলছি- কারো আতঙ্কিত হওয়ার কারণ নেই। বিজিএমইএ সভাপতি প্রতিশ্রুতি দিয়েছেন। তারা দেখবেন, সরকারও বিষয়টি দেখবে।’

ফরহাদ হোসেন বলেন, ‘কেউ চাকরি হারাবেন না। তারা আস্তে আস্তে ধাপে ধাপে ৫ তারিখের পর আসবেন। এত কষ্ট করে করোনার ঝুঁকি নিয়ে তাদের আসার কোনো প্রয়োজন নেই।’

রেডিওটুডে নিউজ/এমএম/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের