বুধবার,

১৭ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

বুধবার,

১৭ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

কামরাঙ্গীরচরে ফ্ল্যাটে আগুন, দগ্ধ হয়ে খেলনা ব্যবসায়ীর মৃত্যু 

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩:৫৩, ১ আগস্ট ২০২১

আপডেট: ০৮:৪১, ১ আগস্ট ২০২১

Google News
কামরাঙ্গীরচরে ফ্ল্যাটে আগুন, দগ্ধ হয়ে খেলনা ব্যবসায়ীর মৃত্যু 

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বহুতল ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে তরিকুল ইসলাম খোকন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন খেলনা ব্যবসায়ী ছিলেন।

আজ শনিবার সকালে নবাবগঞ্জ সেকশন বেড়িবাঁধ ব্রিজের পাশে সর্দার বাড়ির চার তলায় একটি ফ্ল্যাটে আগুন লেগে তার মৃত্যু হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তরিকুল ইসলাম বাসাটি ভাড়া নিয়ে একাই থাকতেন। সকালে তার বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে ভবনের অন্য বাসিন্দারা গিয়ে দেখেন ভেতরে আগুন। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তাদের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পায়।

ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক বিভাগ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে বলেও জানান তিনি। লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা বলেন, আগুনে দগ্ধ হয়েই তিনি মারা গেছেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে।   

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের