বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

চলমান বিধিনিষেধ আগামী ১০ই আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৫, ৩ আগস্ট ২০২১

আপডেট: ১৫:১৭, ৪ আগস্ট ২০২১

Google News
চলমান বিধিনিষেধ আগামী ১০ই আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে

ছবি: এপি

আগামী ১১ই আগস্ট থেকে দোকানপাট, যানবাহন চলাচল ও অফিস আদালত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সভার সিদ্ধান্তে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলমান বিধি-নিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে এক কোটি মানুষকে করোনার টিকা দেয়ার পরিকল্পনা করেছে স্বাস্থ্যমন্ত্রণালয়। এর অংশ হিসেবে সারা দেশে ১৪ হাজার টিকাদান কেন্দ্র খোলা হবে এবং পরিকল্পনা বাস্তবায়নে ওয়ার্ড পর্যায়ে সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে নিয়ে কমিটি করা হবে।

মন্ত্রী আরো বলেন, বিধিনিষেধ উঠে গেলে অর্থাৎ আগামী ১০ই আগস্টের পর যারা ঘরের বাইরে বের হবেন তাদেরকে অবশ্যই টিকা নেয়া থাকতে হবে। টিকা নেয়ার সরকারি সনদ সংগ্রহ করতে হবে। এটাই টিকা গ্রহনের প্রমান হিসেবে ব্যবহৃত হবে। পাশাপাশি মাস্কের ব্যবহার নিশ্চিত করা হবে।

রেডিওটুডে নিউজ/এমএম/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের