শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

উচ্চ মাধ্যমিকের ফরম পূরণ কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩২, ২৭ জুন ২০২১

Google News
উচ্চ মাধ্যমিকের ফরম পূরণ কার্যক্রম স্থগিত

শিক্ষা ভবন

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের আবারো সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ফলে সারা দেশে কঠোর লকডাউনের ঘোষণা করেছে সরকার। লকডাউনের কারণে উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) ২০২১ সালের ফরম পূরণের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রোববার (২৭ জুন) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে কার্যক্রম স্থগিত করা হলো। করোনা ভাইরাস পরিস্থিতি উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এইচএসসি ফরম পূরণের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।

এরআগে গত শুক্রবার (২৫ ‍জুন) এক বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষাবোর্ড জানিয়েছিল যে, স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৯ জুন থেকে এইচএসসির ফরম পূরণের কাজ শুরু হবে। চলবে ১১ জুলাই অবধি। এই পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় পুরো প্রক্রিয়াটি স্থগিত করা হলো।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের