বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

মামলার তদন্তে সিআইডির সক্ষমতা বাড়াতে হবে: আইজিপি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৫, ৩ অক্টোবর ২০২২

Google News
মামলার তদন্তে সিআইডির সক্ষমতা বাড়াতে হবে: আইজিপি

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সক্ষমতা বৃদ্ধির নির্দেশনা দিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, অনলাইন জুয়া ও মানি লন্ডারিংসহ অন্যান্য মামলার তদন্তে সিআইডির সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধ দূর করতে হবে। 

রোববার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে অনলাইন জুয়া ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন পুলিশপ্রধান।

সেমিনারে অনলাইন জুয়া ও মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রতিরোধ, অপরাধীদের শনাক্ত, মামলার তদন্ত পরিচালনা, পারিবারিক ও সামাজিক সচেতনতাসহ যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নানা বিষয় উঠে আসে।

সেমিনারে সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। বিশেষ অতিথি ছিলেন পুলিশের বিশেষ এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম।

এসবি প্রধান মনিরুল ইসলাম বলেন, বর্তমানে আমরা ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নানা অপরাধ করছে। এসব অপরাধ কঠোরভাবে দমন করা হবে।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের