বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

পূজা উপলক্ষে ভারতে ইলিশ যাবে আরও ৩ দিন

রেডিও টুডে ডেস্ক

প্রকাশিত: ২২:১১, ৩ অক্টোবর ২০২২

Google News
পূজা উপলক্ষে ভারতে ইলিশ যাবে আরও ৩ দিন

দুর্গাপূজা উপলক্ষে আরও ৩ দিন ইলিশ রপ্তানির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে দুই দফায় মোট ২ হাজার ৯৫০ টন ইলিশ ভারতে রপ্তানির জন্য অনুমোদন দেওয়া হয়। সোমবার (৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ মেয়াদ বাড়ানোর তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এরই মধ্যে ভারতে ইলিশ রপ্তানিকারক অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর আবেদন করার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করেছে। তবে, মেয়াদ বাড়ানোর আওতায় অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮টি প্রতিষ্ঠান বর্ধিত সময়ে ইলিশ রপ্তানির সুযোগ পাবে। এসব প্রতিষ্ঠান আগামী ৫ অক্টোবর পর্যন্ত ভারতে ইতোপূর্বে আরোপিত শর্ত প্রতিপালন সাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানি করতে পারবে।

মেয়াদ বাড়ানোর জন্য অনুমোদিত প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স রিপা এন্টারপ্রাইজ, টাইগার ট্রেডিং, অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনাল, ক্যাপিটাল এক্সপোর্ট ইমপোর্ট অ্যান্ড কোম্পানি, আরিফ সি ফুড, মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ, পপুলার ট্রেড সিন্ডিকেট ও ইউনিক কনসোর্টিয়াম লিমিটেড।

 

আর এ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের