শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

অ্যাপয়েন্টমেন্ট থাকলে বৈদেশিক মিশনে যেতে পারবেন সংশ্লিষ্টরা: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫:০৬, ১ জুলাই ২০২১

Google News
অ্যাপয়েন্টমেন্ট থাকলে বৈদেশিক মিশনে যেতে পারবেন সংশ্লিষ্টরা: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

বিভিন্ন বৈদেশিক মিশনে ভিসা অথবা পাসপোর্ট সরবরাহ সংক্রান্ত বিষয়ে যারা আগেই অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছেন, আগামীকাল থেকে শুরু হওয়া কঠোর লকডাইনের সময় তারা তাদের বাড়ি থেকে বের হতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডিবেটিং ক্লাবের উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের বলেন, “কিছু শিক্ষার্থী (ভিসা সম্পর্কিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এমন শিক্ষার্থী) আমাদের কাছে এসেছিল। এটির সমাধান হয়েছে এবং সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থী এবং অন্যরা যাতে তাদের ভিসা এবং এ সংক্রান্ত কাজে লকডাউন চলাকালে ফরেন মিশনে যেতে পারে সে ব্যাপারে ইতোমধ্যেই আইন শৃংঙ্খলা এজেন্সিকে নির্দেশনা দেয়া হয়েছে।

তবে মিশনের উদ্দেশে তারা যখন বাড়ির বাইরে যাবেন তাদের অবশ্যই আইন শৃংঙ্খলা এজেন্সিকে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত ডকুমেন্ট দেখাতে হবে বলে উল্লেখ করেন তিনি।

ডিবেটিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও উপস্থিত ছিলেন।
 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের