রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

Radio Today News
bangas biscuit

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবার সালমান খানের সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৭, ১৫ মে ২০২৩

Google News
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবার সালমান খানের সিনেমা

সালমান খানের `কিসি কা ভাই কিসি কা জান` সিনেমার পোস্টার

১২ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত 'পাঠান' সিনেমাটি। এরই ধারাবাহিকতায় এবার সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে। এই ছবিটি আমদানি করবে এনইউ আহমেদ ট্রেডার্স। প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু গণমাধ্যমকে জানিয়েছেন, ইতোমধ্যে তিনি মন্ত্রণালয়ে আবেদন করেছেন। অনুমতির সকল প্রক্রিয়া সম্পন্ন হলেই মুক্তি পাবে ছবিটি। 

কামাল কিবরিয়া বলেন, “কবে মুক্তি পাবে সেই ডেট হয়নি। কারণ সরকারী অনুমতি পাইনি। তবে অনুমতির জন্য আবেদন করা আছে। মিটিংয়ে পাশ হলে, এলসি করে সেন্সর করার পর চূড়ান্ত বলতে পারব—কবে মুক্তি পাবে! যত দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে তত দ্রুতই মুক্তি দেওয়া সম্ভব হবে।”

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি সালমান খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মস থেকে নির্মিত। প্রায় একশো পঞ্চাশ কোটি বাজেটে নির্মিত ছবিটিতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, দাগ্গুবতী ভেঙ্কটেশ, জগপতি বাবুসহ আরও অনেকে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের