মঙ্গলবার,

১৯ মার্চ ২০২৪,

৫ চৈত্র ১৪৩০

মঙ্গলবার,

১৯ মার্চ ২০২৪,

৫ চৈত্র ১৪৩০

Radio Today News

কৃত্রিম বুদ্ধিসম্পন্ন সমুদ্রবন্দর পেল পৃথিবী

সাখাওয়াত সুমন

প্রকাশিত: ০৩:১৮, ১৯ অক্টোবর ২০২১

আপডেট: ০৪:০২, ১৯ অক্টোবর ২০২১

Google News
কৃত্রিম বুদ্ধিসম্পন্ন সমুদ্রবন্দর পেল পৃথিবী

তিয়ানজিন বন্দর

বিশ্বের প্রথম স্মার্ট টার্মিনালের কার্যক্রম শুরু করলো চীন। উত্তর চীনে অবস্থিত এই সমুদ্রবন্দরটির নাম তিয়ানজিন। এটি শুধু স্মার্টই নয়, একই সাথে কার্বনশূণ্যও বটে। এই বন্দরটি তৈরি করতে সময় লেগেছে মাত্র ২১ মাস।

তিয়ানজিন টার্মিনাল বোর্ডের চেয়ারম্যান চ্যু বিন জানিয়েছেন, বিশ্বজুড়ে উদাহরণ সৃষ্টি করেছে এই বন্দর। কারণ তিয়ানজিন নিয়ন্ত্রিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। এই কৃত্রিম বুদ্ধিসম্পন্ন মস্তিস্কটি লোডিং ও আনলোডিংয়ে সর্বোত্তম পরিকল্পনা গ্রহন এবং প্রতিটি যন্ত্রপাতি নিয়ন্ত্রন করতে পারে। ফলে অন্যান্য ট্র্যাডিশনাল টার্মিনালের চেয়ে অন্তত ২০ শতাংশ বেশি দক্ষতাও পাওয়া যায় এখানে।

টার্মিনালটির সিস্টেমে রয়েছে বিভিন্ন রকমের ক্যামেরা, লেজার রাডার, মিলিমিটার ওয়েভ রাডারসহ কৃত্রিম বুদ্ধিমান অনুভূমিক পরিবহন রোবট। এর বেইজ স্টেশনটি ফাইভ জি প্রযুক্তি ব্যবহার করে নিয়ন্ত্রিত হয়, বেইডোউ ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেমে।

এছাড়াও জীবাশ্ম শক্তি ছাড়াই এই টার্মিনালটি পরিচালিত হয় বায়ু ও আলোর শক্তি নিয়ে। আর তাই অত্যাধুনিক এই টর্মিনাল পরিচালনার খরচ ১৭ শতাংশ কমে যাবে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের