শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৯০ জন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:২০, ২৬ অক্টোবর ২০২১

Google News
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৯০ জন

প্রতীকী ছবি

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১৯০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৫৪ জন ও ঢাকার বাহিরের হাসপাতালগুলোতে ৩৬ জন ভর্তি হয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭০৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫৮ জন।

এ নিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে সোমবার (২৫ অক্টোবর) পর্যন্ত সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৬৮৮ জন। আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২১ হাজার ৭৪০ জন এবং ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭ জন।

কীটতত্ব বিশেষজ্ঞরা বলেন, থেমে থেমে বৃষ্টির কারনে এডিস মশার উপদ্রব কমছে না। নির্মাণাধীন ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে জমে থাকা পরিস্কার পানিতে এডিস মশার বংশ বিস্তার করছে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের