বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

হাফ পাসে রাজি নন বাস মালিকরা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১:০৩, ২৬ নভেম্বর ২০২১

আপডেট: ০৪:০৯, ২৬ নভেম্বর ২০২১

Google News
হাফ পাসে রাজি নন বাস মালিকরা

গণপরিবহনে হাফ পাশের দাবিতে উত্তাল সারাদেশের শিক্ষার্থীরা। এই নিয়ে আজ বিকেলে আলোচনায় বসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু হাফ পাসের সিদ্ধান্তে আসতে রাজি নন বাস মালিকরা। 

তারা বলছেন, বেসরকারি বাসে সরকার ভর্তুকি দিচ্ছে না। যানজটে সড়কে ট্রিপ কমে গেছে। টায়ারসহ বাসের বিভিন্ন যন্ত্রাংশের দাম বেড়ে গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করা হলে বাস মালিকদের লোকসান গুনতে হবে।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বনানীতে বিআরটিএর প্রধান দফতরে বিআরটিএ এবং অংশীজনদের এ সভা শুরু হয়। তবে কোনো সিদ্ধান্তে না পৌঁছেই দেড় ঘণ্টার মধ্যে বৈঠক শেষ হয়ে যায়। 

তবে জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে বাসে হাফ পাসের বিষয়ে তাদের একটি প্রস্তাব সরকারের কাছে তুলে ধরবেন।

বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। তিনি আরও জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি গুরুত্ব দিয়ে সরকার এই সমস্যা সমাধানের জন্য আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। 
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের