শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইউপি নির্বাচন: এ পর্যন্ত বিনাভোটে নির্বাচিত যতজন

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৩১, ২৭ নভেম্বর ২০২১

আপডেট: ০০:৩৮, ২৭ নভেম্বর ২০২১

Google News
ইউপি নির্বাচন: এ পর্যন্ত বিনাভোটে নির্বাচিত যতজন

ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন ধাপে এ পর্যন্ত ১ হাজার ৪৩ জন বিনাভোটে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আজ শুক্রবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যা প্রকাশ করা হয়।

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১ হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপে এরই মধ্যে ৫৬৯ জন জনপ্রতিনিধি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিন ধাপে ২ হাজার ১৯৮টি ইউপির মধ্যে ১ হাজার ৪৩ জন জনপ্রতিনিধি বিনাভোটে নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, এদের মধ্যে চেয়ারম্যান পদে ২৫২ জন, সাধারণ আসনে ৫৭৯ জন এবং সংরক্ষিত আসনে ২১২ জন প্রার্থী রয়েছেন।

তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ৫৬৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১০০ জন, সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, দুই ধাপে ১ হাজার ১৯৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। বিনা ভোটে জয়ী সদস্যদের যুক্ত করলে এ সংখ্যা দাঁড়ায় ২৫২ জনে।

ইসির জনসংযোগ শাখা জানায়, বিনা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া তৃতীয় ধাপে ৪ হাজার ৪০৯ জন চেয়ারম্যান প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত আসনে লড়েছেন ১১ হাজার ১০৫ জন আর সাধারণ আসনের প্রার্থী সংখ্যা ৩৪ হাজার ৬৩২ জন।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের