বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

দেশে ফিরলেন আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:০৪, ২৭ নভেম্বর ২০২১

আপডেট: ০২:৪৯, ২৭ নভেম্বর ২০২১

Google News
দেশে ফিরলেন আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা

ফাইল ছবি

তালেবানের কাবুল দখলের পর আফগানিস্তানে অবস্থান করা ৬ বাংলাদেশি নাগরিক ইরান হয়ে দেশে ফিরেছেন। শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দের বাংলাদেশ দূতাবাস এসব তথ্য নিশ্চিত করেছে।

সর্বশেষ দেশে ফেরা ছয় বাংলাদেশি হলেন- মো. সেরাজুল ইসলাম, সাঈদ মোহাম্মদ সোহেল, কাজী সারোয়ার সাকলায়েন, মো. আবদুর রশিদ মিয়া, মো. আলফাজুল হক ও মো. মসিউর রহমান।

দূতাবাস জানায়, আফগানিস্তানের জালালাবাদে তাবলিগ মারকাজের মাক্কি মসজিদে অবস্থান করা ছয় বাংলাদেশি বুধবার (২৪ নভেম্বর) ইরান হয়ে নিরাপদে ঢাকায় পৌঁছেছেন। এ পর্যন্ত ৩২ বাংলাদেশিকে আফগানিস্তান থেকে ফেরানো হয়েছে।

আফগানিস্তান থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৩২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। কয়েক দফায় বিভিন্ন দেশ হয়ে এসব বাংলাদেশিকে দেশে ফেরাতে হয়েছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাসখন্দের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের