সোমবার,

২১ জুলাই ২০২৫,

৫ শ্রাবণ ১৪৩২

সোমবার,

২১ জুলাই ২০২৫,

৫ শ্রাবণ ১৪৩২

Radio Today News

সেনাবাহিনীর বাস দিয়ে রাজনৈতিক দলকে সহায়তার দাবি মিথ্যা: আইএসপিআর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৫, ১৯ জুলাই ২০২৫

Google News
সেনাবাহিনীর বাস দিয়ে রাজনৈতিক দলকে সহায়তার দাবি মিথ্যা: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি, সামাজিক মাধ্যমে একটি পোস্ট এ দাবি করা হয়েছে যে, বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। এই পোস্টটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুস্পষ্ট অপচেষ্টা বলে দাবি করা হয়েছে।

আজ শুক্রবার (১৯ জুলাই) সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বাস্তবতা হলো, সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বহির্ভূত উৎস থেকে অস্থায়ীভাবে কিছু বেসরকারি গণপরিবহন ভাড়া নেওয়া হয়। অনেক সময় এসকল বাসে অস্থায়ীভাবে “Bangladesh Army” লেখা বা লোগো ব্যবহার করা হয়ে থাকে।

তবে কিছু গণপরিবহন সেনাবাহিনীর সাথে তাদের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও সড়কে কিছুটা সুবিধা পাওয়ার উদ্দেশ্যে অনিয়মতান্ত্রিকভাবে সেনাবাহিনীর নাম বা লোগো রেখে দেয় যা একটি আইন বহির্ভূত কাজ।

এসময় আরও উল্লেখ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এর প্রেক্ষিতে, সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের