বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫,

২ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫,

২ আশ্বিন ১৪৩২

Radio Today News

 নিজের জন্য আমি যেটা সিদ্ধান্ত নিই সেটাই আমার জন্য ভালো: মালাইকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
 নিজের জন্য আমি যেটা সিদ্ধান্ত নিই সেটাই আমার জন্য ভালো: মালাইকা

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা সবসময় যেন আলোচনায়। স্বামী আরবাজ খানের সঙ্গে দুই দশকের সংসার ভাঙনের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমে ভাঙন- ব্যক্তিগত জীবন নিয়ে তাই সমালোচনার মুখোমুখি তিনি। সিনেমা বা ওয়েব সিরিজে দেখা না গেলেও মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই! বিচ্ছেদ, প্রেম থেকে শুরু করে পোশাক- সব নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার থাকেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব প্রসঙ্গে কথা বলেন মালাইকা। তিনি বলেন, “আমার কী করা উচিত, কী উচিত নয় তা নিয়ে মানুষ উপদেশ দেয়! আমার কর্মজীবন, পোশাক কিংবা সম্পর্ক- সবকিছু বিচার করে। তবে যেদিন থেকে ব্যাখ্যা দেওয়া বন্ধ করেছি, সেদিন থেকে নিজেকে হালকা মনে হয়। সবচেয়ে বড় প্রাপ্তি হলো, নিজের জন্য আমি যেটা সিদ্ধান্ত নিই সেটাই আমার জন্য ভালো।”

তিনি আরও বলেন, “আমার নামের সঙ্গে ‘খুব সাহসী’, ‘খুব স্পষ্টভাষী’, ‘অতিরিক্ত’- এমন তকমা জুড়ে দেওয়া হয়েছে। এখন আমি এসবকে শক্তি হিসেবে দেখি।”

আরবাজের সঙ্গে সম্পর্ক ভাঙা থেকে শুরু করে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেম- সব ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন মালাইকা।  

তার কথায়, “ফ্যাশন হোক বা ফিটনেস, আমি কখনো ছকবাঁধা পথে হাঁটি না। আত্মবিশ্বাস নিয়ে নিজের মতো চলতে পারলেই আসল জীবন উপভোগ করা যায়।” সূত্র: সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের