আস্থাশীল বিচার বিভাগ হলো গণতন্ত্রের প্রাণ: গুম কমিশনের চেয়ারম্যান

রোববার,

০২ নভেম্বর ২০২৫,

১৮ কার্তিক ১৪৩২

রোববার,

০২ নভেম্বর ২০২৫,

১৮ কার্তিক ১৪৩২

Radio Today News

আস্থাশীল বিচার বিভাগ হলো গণতন্ত্রের প্রাণ: গুম কমিশনের চেয়ারম্যান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:০০, ২ নভেম্বর ২০২৫

Google News
আস্থাশীল বিচার বিভাগ হলো গণতন্ত্রের প্রাণ: গুম কমিশনের চেয়ারম্যান

সত্যিকারের স্বাধীনতা ছাড়া বিচার বিভাগ অকার্যকর বলে মন্তব্য করেছেন গুম কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আস্থাশীল বিচার বিভাগ হলো গণতন্ত্রের প্রাণ। বিচার বিভাগের প্রতি জনমানুষ আস্থা হারালে আইনের শাসন ভেঙে পড়ে।

শনিবার বিচার বিভাগ পৃথকীকরণের ১৮ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন গুম কমিশনের চেয়ারম্যান। ‘জাজেস লিগ্যাল ডিসকাশন গ্রুপ (জেএলডিজি)’ জেলা পর্যায়ে কর্মরত বিচারকসহ দুই শতাধিক কর্মকর্তাদের নিয়ে এ সভা করে।

বিচারপতি মইনুল ইসলাম সব ধরনের নির্বাহী হস্তক্ষেপের সুযোগ বন্ধ করে আর্থিক স্বাধীনতাসহ বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে সংবিধানের ১১৬(ক) অনুচ্ছেদ উদ্ধৃত করে তিনি বলেন, বিচারকার্য পরিচালনায় বিচারকদের স্বাধীন থাকতে হবে এবং রাজনৈতিক বা নির্বাহী কোনো প্রভাবের কাছে নতি স্বীকার করা যাবে না। বদলির ভয় উপেক্ষা করে ন্যায়বিচারকে দৃশ্যমান করতে হবে।

বিচারপতি মইনুল ইসলাম আরও বলেন, বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত, সততা, নৈতিকতা, সাহসিকতা ও কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে বিচারকদেরই বিচার বিভাগের ওপর জনমানুষের পরিপূর্ণ আস্থা ফিরিয়ে আনতে হবে।

সভায় বিচারকরা বিচার বিভাগের ওপর জনগণের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে নিজেদের নিরপেক্ষতা, সততা ও সাহসিকতা সমুন্নত রেখে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের