ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ

বুধবার,

১৯ নভেম্বর ২০২৫,

৫ অগ্রাহায়ণ ১৪৩২

বুধবার,

১৯ নভেম্বর ২০২৫,

৫ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৩, ২ নভেম্বর ২০২৫

Google News
ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ

তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রবিবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন।

হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।’

ইসি সচিব বলেন, ‘দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের