জ্যেষ্ঠ আইনজীবী হলেন ১৯ জন

বুধবার,

১২ নভেম্বর ২০২৫,

২৮ কার্তিক ১৪৩২

বুধবার,

১২ নভেম্বর ২০২৫,

২৮ কার্তিক ১৪৩২

Radio Today News

জ্যেষ্ঠ আইনজীবী হলেন ১৯ জন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৩, ১২ নভেম্বর ২০২৫

Google News
জ্যেষ্ঠ আইনজীবী হলেন ১৯ জন

আইনজীবীদের পেশাগত মর্যাদার সর্বোচ্চ স্তর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে ১৯ জন আইনজীবীকে। তাদের মধ্যে আছেন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে পরিচিত শাহদীন মালিক, আছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালও। এ ছাড়া বিভিন্ন মামলায় আলোচিত ব্যারিস্টার রাশনা ইমাম ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরও।

তালিকাভুক্ত বাকি ১৫ জ্যেষ্ঠ অ্যাডভোকট হলেন আমিনুল হক, আবু রেজা মো. কাইয়ুম খান, এস এম মাসুদ হোসেন দোলন, তৈমূর আলম খন্দকার, মোহাম্মদ হোসেন, মো. রফিকুর ইসলাম, অরিবিন্দ কুমার রায়, শাহীন আহমেদ, মো. সাদউল্লাহ, রেশাদ ইমাম, ফাতেমা শাহেদ চৌধুরী, এম সাকিবুজ্জামান, মো. জামিল আক্তার এলাহী, মো. আব্দুল কাইয়ুম ও মো. শাখাওয়াত হোসেন।

বুধবার (১২ নভেম্বর) জ্যেষ্ঠ আইনজীবীদের তালিকাভুক্ত বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে বলা হয়, প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির ১১ নভেম্বরের সভায় সদস্যদের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সঙ্গে ৪৯ জন আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট তালিকাভুক্তির ক্ষেত্রে স্ট্যান্ডওভার রাখা হয়েছে। একই সভায় ১৫৩ জন আইনজীবীকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

আর ১৫০ জন আইনজীবীকে আপিল বিভাগে তালিকাভুক্তির ক্ষেত্রে স্ট্যান্ডওভার রাখা হয়েছে।
মেধা, অভিজ্ঞতা, দক্ষতা, শিষ্টাচার ও পেশাদারির ভিত্তিতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়। আইন পেশায় একজন আইনজীবীর মর‌্যাদার সর্বোচ্চ স্তর এটি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের